পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো তাজমহল
রাজ টাইমস | প্রকাশিত: ৭ আগস্ট ২০২১ ০৬:৪০; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৫:২৪

করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর পর্যেটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের অন্যতম নিদর্শন তাজমহল। ভারতে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় বুধবার থেকে তাজমহল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় বলে পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে।
মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ১৭ শতকের এই নির্দশনটি বিশ্বজুড়ে করোনার প্রথম ঢেউ শুরু হলে গত বছরের মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় এবং সেপ্টেম্বরে খুলে দেওয়া হয়। পরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর চলতি বছরের এপ্রিলে ফের তাজমহল বন্ধ করে দেওয়া হয়।
তবে এবার তাজমহলে একবারে ৬৫০ জনের বেশি পর্যটক প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতে এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৩৩ হাজার মানুষ।
সূত্র: যুগান্তর/এএস
আপনার মূল্যবান মতামত দিন: