নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৩

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১ ০৩:৩২; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১১:০৫

সংগৃহীত ছবি

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে বন্দুকধারীরা গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে। খবর এএফপি’র।

স্থানীয়ভাবে দস্যু বলে অভিহিত উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে সন্ত্রাস সৃষ্টিকারী অপরাধী দলটি কয়েক বছর ধরে সহিংসতা চালিয়ে আসছে। সম্প্রতি কয়েক মাস ধরে তারা সহিংস হয়ে উঠেছে।

নাইজেরিয়া কর্তৃপক্ষ দস্যুদের দমন করতে এসব অঞ্চলে সামরিক অভিযান জোরদার করেছে। তবে, দস্যুরা অন্য অঞ্চলে পালিয়ে যাচ্ছে বলে কর্মকর্তা ও বাসিন্দারা উদ্বিগ্ন।

নাইজার রাজ্যের তথ্য কমিশনার মুহাম্মদ ইদ্রিস বলেন, "আমরা ১৩টি মৃতদেহ গণনা করেছি। তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে। আগত গ্রামবাসীদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top