রেঁস্তোরা ধসে চীনে প্রাণহানি ২৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০ ২১:৫৭; আপডেট: ১৬ মে ২০২৪ ১১:৩০

ধসে পড়া রেঁস্তোরায় উদ্ধার কাজের দৃশ্য।  ছবিঃ রয়টার্স

চীনে ঘটে গেল এক ভয়াবহ দূর্ঘটনা। দেশটির শানজি প্রদেশে এক রেস্তোরা ধসে পড়ে ২৯ জন লোকের প্রাণহানি হয়েছে। খবর রয়টার্স

এছাড়া গুরুত্বর আহত হয়েছেন ৭ জন এবং জীবিত উদ্ধার করা হয়েছে আরো ৫৭ জন।

শনিবার (২৯ আগস্ট) ধসে পড়া রোস্তোরায় জন্মদিনের একটি পার্টি চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমকে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ২৯টি মৃতদেহ ছাড়াও ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে ৭ জন গুরুতর আহত হওয়া ছাড়াও ২১ জন সামান্য আঘাত পেয়েছেন।

ভবনটি ধসে পড়ার এখনো কোন কারণ শনাক্ত হয় নি জানায় চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন। তারা আরো জানায়, রবিবার সকালের দিকে উদ্ধার কাজে ইতি টানা হয়েছে।

এই ঘটনাটি খতিয়ে দেখবে জানিয়েছে চীন সরকার।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top