আমিরাতে যাওয়া ইসরাইলের বিমান নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৯; আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ২২:৪১

বিতর্কিত নাম দেয়া বিমান (ছবিঃ সংগৃহিত )

ইসরাইল-আরব আমিরাত নতুন সম্পর্ক বিনির্মানের পদক্ষেপ শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে। এবার সেখানে যুক্ত হল নতুন এক সামলোচনার তীর।

ইহুদি রাষ্ট্র ইসরাইল মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন থেকে দখল করে কিরয়াত নামের একটি বসতি। আর আরব আমিরাতে যাওয়া প্রথম ফ্লাইটটির নামই হল কিরয়াত ঘাট।

ইসরাইলের এমন আচরণকে যন্ত্রণাদায়ক বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।

ইসরাইলের সাথে আমিরাতে নতুন এই মেরুকরণ আরবদের জন্য গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে আশতিয়াহ রামাল্লায় সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে বলেন, ইসরাইল-আমিরাত সম্পর্ক স্বাভাবিকীকরণ আরব-ইসরাইল সংঘাতে আরবদের অবস্থানের স্পষ্ট ও নির্লজ্জ লঙ্ঘন।

যেসব আরব দেশ এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে এখনো অবস্থান ধরে রেখেছে তাদের অভিবাদন জানান তিনি।

তিনি এসব কর্ম মার্কিনদের ষড়যন্ত্রের ফল হিসেবে উল্লেখ করে বলেন কয়েকটি আরব দেশকে চাপ দিয়েও ব্যর্থ হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গত সোমবার (৩১ আগস্ট) তেলআবিব থেকে ইসরাইল-আমেরিকার একটি প্রতিনিধি দল
বিতর্কিত নামের বিমান যোগে আমিরাত পৌঁছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াউট হাউসের উপদেষ্টা জারেড কুশনারসহ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একদল প্রতিনিধি ছিলেন।

আরব আমিরাত প্রতিনিধি দলকে বিমানবন্তরে বিমানবন্দরে বরণ করে নেয়।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top