ইরাক থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের আহবান রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০ ২১:১২; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৬:১০
-2020-09-05-15-11-47.jpg)
ইরাকে মার্কিন সেনার উপস্থিতি দেশটির শান্তি রক্ষার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করেছে এমন দাবি করে মার্কিন সব সৈন্যকে দেশটি থেকে ফিরিয়ে নিতে আহবান জানিয়েছে রাশিয়া।
আমেরিকার প্রশাসন ইরাক থেকে কিছু সৈন্য সরিয়ে নেওয়ার খবর প্রচারিত হওয়ার পরই মস্কো এ আহ্বান জানায়।
রাশিয়ার আহবানে সাড়া দেওয়াটাই হবে আমেরিকার জন্য সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ সংবাদ সম্মেলনে এমনটাই জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
সংবাদ সম্মেলনে এই মুখপাত্র অভিযোগ করেন এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা দিয়েছেন তার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি।
মস্কোর এই কূটনৈতিক আশা প্রকাশ করে বলেন অতীতে সব ঘোষণা সঠিকভাবে বাস্তবায়ন না হলে ও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা বাস্তবায়ন করা হবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: