শান্তিচুক্তি জন্য সম্মত সরকার ও বিদ্রোহীরা

শান্তির পথে সুদান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০ ২১:০০; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ০৬:১৭

বৈঠকে সরকার ও বিদ্রোহী পক্ষ। (ছবিঃ সংগৃহীত) )

শান্তির পথে এগুচ্ছে সুদান। সমাপ্তির পথে দেশটিতে চলমান বিদ্রোহ। দেশটির সাথে বিদ্রোহী বাহিনীগুলোর কয়েক দশক ধরে চলা যুদ্ধাবসানের লক্ষ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছে। খবর এএফপির

সরকার আর বিদ্রোহীদের যুদ্ধে দেশটিতে প্রাণহানি হয়েছে লাখ লাখ মানুষের।

দুই পক্ষের চলমান পরিস্থিতির অবসানে প্রাথমিক পদক্ষেপ হিসেবে গত ৩১ আগস্ট এক ধরনের প্রাথমিক আনুষ্ঠানিকতার পর বিদ্রোহী কমান্ডার এবং অন্তর্বর্তী সরকার আগামী ২ অক্টোবর এ ব্যাপারে একটি ‘চূড়ান্ত’ চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

মূলত সুদানের অবস্থা চরম সংকটের মুখে পড়ে গত বছর কট্টরপন্থী শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর। এর পর ক্ষমতায় আসে অন্তবর্তী সরকার।

যুদ্ধে সুদানের বেশকিছু এলাকার নিযন্ত্রণ নিয়েছে সুদানের রেভুলেশনারি ফ্রন্ট (এসআরএফ)। দলটিতে রয়েছে দেশটির পাঁচটি বিদ্রোহী গ্রুপ এবং চারটি রাজনৈতিক সংগঠন। তারা সুদানের দক্ষিণাঞ্চলীয় দারফুরের বিস্তৃত পশ্চিমাঞ্চল এবং সাউথ কর্দোফান ও ব্লু নিল রাজ্যগুলো থেকে এসেছে।

এই চুক্তি চূড়ান্ত হলে যুদ্ধাবসানের পাশাপাশি শান্তি, ন্যায়বিচার, অধিকার এবং কর্তৃত্ব ও সম্পদের সমবণ্টন হবে এমনটাই আশা প্রকাশ করা হচ্ছে। 

  • এসএইচ

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top