হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের আহবান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৬; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৮:৪২

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের দেয়া এক বক্তব্যে ইইউকে উদ্দেশ্য করে তিনি এই আহবান করেন। তিনি বলেন, হিজবুল্লাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে এবং এটির রাজনৈতিক অংশ ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে যাচ্ছে এবং ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে।

ইতিপূর্বে হিজবুল্লাহর সাথে আতাঁতের অভিযোগে দেশটির সাবেক দুই মন্ত্রী নিষেধাজ্ঞার মুখে পড়ে।

উল্লেখ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বরাবরই অবস্থান হিজবুল্লাহর। সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে হিজবুল্লাহ। অথচ সংগঠনটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দেশটির বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর-যুগান্তর

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top