আফগানিস্তানে প্রকাশ্যে সকল নারীকে বোরকা পরার নির্দেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২২ ০২:০৬; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৪:০৪

আফগানিস্তানে প্রকাশ্যে সকল নারীকে বোরকা পরার নির্দেশ। ছবি: প্রতীকী

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান শনিবার (৭ মে) প্রকাশ্যে দেশটির সকল নারীকে বোরকা পরার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই নিয়ে তালেবান কর্তৃপক্ষ হিবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ কাবুল থেকে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, তাদের একটি 'চাদোরি' (মাথা থেকে পায়ের বোরকা) পরা উচিত কারণ এটি ঐতিহ্যগত এবং সম্মানজনক।

আদেশে আরও বলা হয়েছে, শরীয়তের নির্দেশ অনুসারে, মাহরাম নন (প্রাপ্তবয়স্ক ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়) এমন পুরুষদের সঙ্গে দেখা করার সময় 'উস্কানি' এড়াতে, যে সব নারী খুব বেশি বয়স্ক নয় বা অল্পবয়সী তাদের চোখ ব্যতীত মুখ ঢেকে রাখতে হবে।

'এছাড়া যদি কোনো নারীর বাইরে গুরুত্বপূর্ন কোনো কাজ না থাকে তাহলে তাদের বাড়িতে থাকাই উত্তম,' আদেশে এটিও বলা হয়েছে। গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেয় তালেবান।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top