আমানসহ ৯৩ বিএনপি নেতার বিচার শুরু

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৪ ১০:৫০; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০১:৫৫

ছবি: সংগৃহীত

মতিঝিল থানায় নাশকতার মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রফিকুল আলম মজনু ও শরাফাত আলী শফু।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করা হয়। ২০১৬ সালে বিএনপির মোট ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top