তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানি ১৯ জানুয়ারি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১; আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ ২৩:৩৯
২০১১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তিনটি আবেদনের ওপর শুনানি পিছিয়ে ১৯ জানুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চের এ বিষয়ে শুনানিতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট আইনজীবীরা আরও সময় চেয়ে আবেদন করলে শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বিএনপি, জামায়াতে ইসলামী ও পাঁচ সচেতন নাগরিক এর আগে আপিল বিভাগে ২০১১ সালের যে রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, তা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।
গত ২৭ আগস্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি প্রথমবারের মতো এই রিভিউ আবেদন করেন।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।
এই রায়ের পর ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এতে অন্য অনেক কিছুর পাশাপাশি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়। এ বিষয়ে একই বছরের ৩ জুলাই একটি সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আলোচনা শুরু হয়। এ সূত্রেই আসে রিভিউ আবেদন।
আপনার মূল্যবান মতামত দিন: