নগরীতে দুই টিকিট কালোবাজারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২০ ২০:২১; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৬:৪৯

নগরীতে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩৯ সিট সম্বলিত ১৩টি টিকিট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লিয়াকত হোসেন (৪৬) ও রিমন হোসেন (৩২)। তারা দুজনেই বাস্তহারা মহল্লার বাসিন্দা।
শুক্রবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল কাঁচাবাজার বাস্তুহারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: