কবিতা বারুদ নিয়ে কবিতা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১৫:৩০; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ০৫:৪২

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনসহ নিপীড়িত মানুষের পক্ষে গর্জে উঠুক আপনার কলম। প্রতিবাদী কবিতা পাঠের আসর ‘কবিতা বারুদ’ শিরোনামে দ্রোহের কবিতা পাঠের আয়োজন ছিলো গত শনিবার সন্ধ্যা ৭টায়।

কবিতা বাংলাদেশ কর্তৃক জুমঅ্যাপসের মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন, কবিতা বাংলাদেশ এর সভাপতি কবি আল মুজাহিদী। কবি আল মুজাহিদী খানিকটা বিলম্বে যুক্ত হওয়ায় সূচনাপর্বে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ চারুকারু শিল্পী পরিষদের সভাপতি কবি ও চারুশিল্পী ইব্রাহীম মন্ডল।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও গবেষক রাবি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

সভাপতির বক্তব্যে কবি আল মুজাহিদী বলেন, যায়নবাদী ইহুদিরা ফিলিস্তিনে নির্মম গণহত্যা চালাচ্ছে। শুধু গণহত্যা নয় তারা একটি ঐতিহ্যবাহী সভ্যতাকে হত্যা করছে। এরা মানুষ নয় সভ্যতা খেকো দানব, মানবতার শত্রু। একজন দায়িত্ববান লেখক হিসেবে আমাদের সবাইকে মজলুম ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে হবে।

কবি ওয়াহিদ আল হাসানের উপস্থাপনায় সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় অনুষ্ঠান। কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলে আলোচনা। বক্তব্য রাখেন কবি ও গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কবি আশরাফ আল দীন, কবি হাসান আলীম, কবি মুহিবুর রহিম, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, পশ্চিমবঙ্গের জনকল্লোল পত্রিকার সম্পাদক কবি দিলিপ সাঁতরা প্রমুখ। বক্তাগণ বলেন, আজ বাংলাদেশকেও এক ধরনের ফিলিস্তিন বানিয়ে ফেলা হয়েছে।

স্বাধীনতা বলতে আর কিছুই থাকছে না। স্বাভাবিক জীবন যাপন এখন কল্পিত স্বপ্ন হয়ে আছে। অথচ কেউ মুখ খুলতে পারছে না। এই পরিস্থিতির পরিবর্তনে লেখকদেরকে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃত করার প্রতিবাদ জানানো হয় অনুষ্ঠানে। নজরুলের প্রচলিত সুরে গানটি সিনেমায় প্রতিস্থাপন করার জন্য জোর দাবী জানানো হয়।

অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আহসান হাবীব বুলবুল, শহীদ সিরাজী, সেখ আবদুল মান্নান, হারুন ইবনে শাহাদাত, মোশাররফ হোসাইন সাগর, আলতাফ হোসাইন রানা, শাহজাহান মোহাম্মদ, মীর ইসরাত জাহান, শাহীন সৈকত, আখতার ইবনে জওহর, ড. মঞ্জিলা শরীফ, আবদুর রাজ্জাক রিপন, লায়লা আর্জুমান্দ বানু, আর কে শাব্বির, মুহাম্মদ রেজাউল করিম, আবদুল গফুর, ওয়াহিদ জামান, মোস্তফা হায়দার, আবু সাহেদ সরকার, রাসেল খান, ইলহাম আজিজ, মাহমুদা সিদ্দিকা, রাশেদ সারওয়ার, জাকারিয়া আল হোসাইন, জায়েদ বিন দেলওয়ার প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাভাষী কবিগণ অংশগ্রহণ করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top