রাজশাহীতে 'জুলাই জেনোসাইড ও আগস্ট বিপ্লব' উপলক্ষে কবিতা উৎসব
প্রেজ বিজ্ঞাপ্তি | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪ ২৩:০৩; আপডেট: ১০ আগস্ট ২০২৪ ২৩:০৫
পরিচয় সংস্কৃতি সংসদের উদ্যেগে 'জুলাই জেনোসাইড ও আগস্ট বিপ্লব' উপলক্ষে 'বিজয়ের কবিতা উৎসব' আসর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর 'পরিচয় সংস্কৃতি সংসদে'র প্রাঙ্গনে এই আসরের আয়োজন করা হয়। কবি সাহিত্যেকরা তাঁদের অসাধারণ সব কবিতা ও অনুভূতির মাধ্যমে প্রকাশ করেন।
বৃষ্টি উপেক্ষা করে লেখক-কবি-শিল্পীরা একত্রিত হয়ে বলেন, গত ১৫ বছরে দিল্লীর রাজনৈতিক মদদে অবৈধ অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার গুম খুন, সন্ত্রাস, গণহত্যা দুর্নীতি ও টাকা পাচারের মাধ্যমে যে ভয়ঙ্কর দুঃশাসন কায়েম করেছিল। তা আজ অসংখ্য প্রাণ ও রক্তের বিনিময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ধ্বংস প্রাপ্ত হয়েছে । একদিকে শহীদ ও আহত ছাত্র- জনতার জন্য শোক; অন্যদিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা উদযাপন আমাদেরকে সুন্দর আগামীর দিকে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এসময় কথাশিল্পী ও অনুবাদক ড. নাজিব ওয়াদুদের সভাপতিত্বে কবিতা পাঠ ও অনুভূতি ব্যক্ত করেন, সাংবাদিক ও ইতিহাস গবেষক সরদার আবদুর রহমান, কবি ও প্রাবন্ধিক সায়ীদ আবুবকর, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল, কথাশিল্পী মতিউর রাহমান, কথাশিল্পী আসাদুল্লাহ মামুন, কবি ও গবেষক জহুরুল ইসলাম, কবি বান্দা হাফিজ, কবি আব্দুর রাজ্জাক রিপন, কবি ও গল্পকার মনির বেলাল, গল্পকার ফাহিম ফয়সাল, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, শিল্পী প্রার্থনা প্রমুখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: