আবারো ধর্ষণ মামলায় ভিপি নূর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৯:১২; আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৫

ফাইল ছবি

ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় গ্রেফতারের পর ছাড়া পাওয়া নুরুল হক নুর আবারো মুখোমুখি হয়েছেন ধর্ষণ মামলার।

এবার তার বিরুদ্ধে করা হয়েছে এক তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

ডাকসুর সাবেক সাবেক এই ভিপির বিরুদ্ধে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালি থানায় নূরসহ ছয়জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান।

তিনি বলেন নুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ও রোববার (২০ সেপ্টেম্বর) ভিপি নূরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ থানায় একটি মামলা করা হয়। ওই মামলায়ও ছয়জনকে আসামি করা হয়। এ মামলায় নূরকে আটকও করা হয়েছিল। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

লালবাগ থানায় দায়ের করা কোটা সংস্কার আন্দোলনের এই নেতার বিরুদ্ধে মামলার বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, ধর্ষণের ঘটনা পরম্পরায় ভিপি নূরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।

মামলাটিতে বাকি যাদের অভিযুক্ত করা হয়েছে তারা ও নূরের সংগঠনের বলে জানা গেছে। মামলার বাকি আসামীরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকী।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় নুরুল হক নূরকে। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল। শারীরিক চেকআপ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। খবর-যুগান্তর

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top