সৌদি প্রবাসীদের অব্যাহত বিক্ষোভ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩০; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩২
-2020-09-23-12-29-00.jpg)
রাজধানীতে সৌদি আরব প্রবাসীদের প্লেনের টিকিটের দাবিতে আগের দিনের মত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিক্ষোভ চলছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিক্ষুব্ধ সৌদি প্রবাসীরা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত তাদের দাবি পূ্রণের সময়সীমা বেঁধে দেয়।
বুধবার সকাল থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সামনে কয়েক হাজার প্রবাসী নানা শ্লোগানে তাদের বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন।
আন্দোলনে অংশ নেওয়া এক সৌদি প্রবাসী বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি।
আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে সবাই রওনা দেওয়ার কথা ও বলেন তিনি। এমনকি মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা ও জানান।
আন্দোলনরত বিক্ষুব্ধ সৌদি প্রবাসীদের দাবি সরকার যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে যাদের আকামা নেই, তাদের টিকিটের ব্যবস্থা করেন।
এ দিকে এত সংখ্যক যাত্রীকে সামলা দিতে হিমশিম খাচ্ছে এয়ারলাইনসটি। তারা প্রতিদিন ৩০০ জনকে টোকেন দিচ্ছে। এ কারণে সংস্থার একমাত্র কার্যালয় সোনারগাঁও হোটেল মোড়ে দাঁড়ানোর জায়গা নেই।
এয়ারলাইনস অফিসের সামনে প্রবাসীদের চাপ বেড়ে যাওয়ায় এক পর্যায়ে অফিস বন্ধ করতে বাধ্য হয় এয়ারলাইনস কর্তৃপক্ষ। ফ্লাইট সিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার সৌদি প্রবাসী টিকিট কাটতে ছুটে আসছেন ঢাকায়। প্রতিদিনই এদের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টিকিট না মেলাকে কৃত্রিম সংকট বলে দাবি বিক্ষোভরত প্রবাসীদের। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। কিন্তু তারা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না।
বিশ্ব মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবে সৌদি সরকার আটকে পড়া কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে। এরপর থেকে দেশে আটকা পড়া বহু প্রবাসী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। অনেকের ফিরতি প্লেনের টিকিট থাকলেও সেটিও পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামেন প্রবাসীরা। খবর-বাংলাদেশ প্রতিদিন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: