১ অক্টোবর ঢাকা ছাড়বেন রীভা গাঙ্গুলী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:১১; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৭:৩৩

বিদায়ী ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন।

এছাড়া ভারতের বিদায়ী এই হাইকমিশনার আগামী বৃহ্স্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি’র ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর। পরদিন (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ভারতীয় দূতের বিদায়ী বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিদায়ী এই হাইকমিশনার ঢাকা ছাড়বেন আগামী ১ অক্টোবর। তিনি দেড় বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। খবর-বাংলাদেশ প্রতিদিন

  • এসএইচ

 

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top