সয়াবিন তেলের দাম বাড়তে পারে লিটারে ২৯ টাকা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ আগস্ট ২০২২ ২১:২৬; আপডেট: ৮ আগস্ট ২০২২ ২১:২৭

রাজটাইমস ডেস্ক

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় বাড়তে যাচ্ছে ভোজ্যতেলের দামও। দাম বাড়ানোর প্রস্তাব এসেছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে। খবর টিবিএসের।

তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এফবিসিসিআইয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'এখনই দাম বাড়ানো হচ্ছে না। আমরা পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।'

তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে বেশি নিতে না পারে সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।'

সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে (বিটিটিসি) দেওয়া এই প্রস্তাবনায়, প্রতি লিটার খোলা সয়াবিন ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে বোতলজাত এক লিটার সয়াবিনের দাম ১৮৫ টাকা, খোলা সয়াবিন ১৬৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা রয়েছে। গত মাসের মাঝামাঝিতে তেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হলেও বাজারে কম দামের তেলের সরবরাহ স্বাভাবিক হতে অন্তত দুই সপ্তাহ সময় লেগেছিল।

দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক (ফিন্যান্স এন্ড অপারেশন) শফিউল আথের তসলিম টিবিএসকে বলেন, 'ডলারের কারণে এমনিতেই আমদানির খরচ নিয়ে আমরা চাপে রয়েছি। এছাড়া বিশ্ববাজারে যখন তেলের দাম ১৮০০ ডলারের উপরে উঠেছিল তখন আমরা যে তেলগুলো আমদানি করেছি সেগুলো তো বেশি দামের, যা এখন বাজারে যাচ্ছে। এজন্য সমন্বয়ের দরকার রয়েছে। তারপরও সরকার যদি মনে করে বাড়বে, তাহলে বাড়বে। আর যদি মনে করে কমবে তাহলে কমবে।'

কিন্তু তার জন্য ১৫ দিন পরপর যে পর্যালোচনা দরকার সেটা করা উচিত বলে তিনি মনে করেন।

মূল খবরের লিঙ্ক



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top