ভারতের নতুন হাইকমিশনার আসছেন ৫ অক্টোবর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৩; আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৫

বিক্রম দোরাইস্বামী।

রীভা গাঙ্গুলীর স্থলে নতুন নিযুক্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকায় আসছেন আগামী ৫ অক্টোবর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির কূটনীতিক সূত্রে এই তথ্য জানা যায়।

ঢাকায় আসার পর নব-নিযুক্ত হাই কমিশনার ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন।

বাংলাদেশে হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে, সদ্য বিদায় নেয়া হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

রীভা গাঙ্গুলী দু'বছরের কাছাকাছি বাংলাদেশে দায়িত্ব পালন করেন। ১ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। গত বছরের ১ মার্চ হাইকমিশনার হিসেবে ঢাকায় এসেছিলেন তিনি। রীভা গাঙ্গুলির আগে ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

এছাড়া রীভা গাঙ্গুলী বাংলাদেশে হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রীভা গাঙ্গুলি দাশ। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top