একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২০:৫১; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:৪৪
-2022-08-23-10-50-26.jpg)
১. অর্ধশতাধিক কারখানার বিভিন্ন ইউনিট বন্ধ
গ্যাসের চাপ একেবারে কম থাকায় ব্যাহত হচ্ছে হবিগঞ্জের বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রম। এখানকার অর্ধশতাধিক শিল্প-কারখানার বিভিন্ন ইউনিটে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। খবর যুগান্তরের।
২. এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন ব্যয় ৬৭৩ টাকা!
স্বল্প উৎপাদনে লোকসান গুনতে হচ্ছে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের। বিদ্যুৎ বিক্রির তুলনায় উৎপাদন খরচের অনেক ফারাক। ইউনিট বিদ্যুৎ উৎপাদন ব্যয় ৬৭৩ টাকা। খবর শেয়ার বিজের।
৩. ইউ-পাস এলসি সিস্টেমে বেকায়দায় আমদানিকারকরা
স্থিতিশীল অবস্থায় ইউ-পাস এলসি সিস্টেম আমদানিতে সুবিধা দিলেও বর্তমানে তা গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ফলে আমদানিতে বেকায়দায় পড়েছেন আমদানিকারকরা। খবর শেয়ার বিজের।
৪. জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে পোস্ট: ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুক পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাজী মোহাম্মদ মহসীন হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। খবর ডেইলি স্টারের।
৫. রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর লক্ষ্যমাত্রা, আশার গুড়ে বালি
অর্থনীতির আরেক বিষ ফোঁড়ার নাম ঋণ খেলাপী। বছরের পর বছর এই সমস্যা প্রকট থেকে প্রকটতর আকার ধারণ করছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর লক্ষ্যমাত্রা বিগত তিন বছরেও অর্জন করতে পারেনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। খবর যুগান্তরের।
আপনার মূল্যবান মতামত দিন: