দেশে ৮ মাসে ৮৮৯ ধর্ষণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:১১; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৫

ফাইল ছবি

সিলেটের এমসি কলেজে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় আবারো আলোচনায় আসে ধর্ষণ প্রসঙ্গ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) চলতি বছরে ধর্ষণের একটি পরিসংখ্যান জানিয়েছে।

আসক জানায়, এই বছরের জানুয়ারী থেকে আগস্টের হিসাবে ধর্ষণের সংখ্যা ৮৮৯টি। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৪১ জন। সেই হিসেবে চলতি বছর প্রতিমাসে গড়ে ১১১ জন নারী  ধর্ষণের শিকার হয়েছেন।

দেশে বিপরীত লিঙ্গের প্রতি সহিংসতা ক্রমবর্ধমান বলে জানায় সংস্থাটি। তাদের দেয়া সাম্প্রতিক পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৯ সালে ১ হাজার ৪১৩ নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার শিকার হন ৭৬ জন। আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১০ নারী। এছাড়া ২০১৮ সালে ৭৩২ জন এবং ২০১৭ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৮১৮ নারী।

দেশে এই অপরাধটি ভয়াবহ রুপ ধারণের পেছনে নানা কারণ থাকলেও মূলত বিচারহীনতার সংস্কৃতিই মূল কারণ মনে করেন বিশেষজ্ঞরা। এই কারণেই এমন অনাকাঙ্খিত ঘটনা বাড়ছে। এর পাশাপাশি মূল্যবোধ, বিচারকার্যে রাজনৈতিক প্রভাব, নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ও এর জন্য দায়ী। এছাড়া যৌন বিষয়ক শিক্ষা ও পারিবারিক শিক্ষার অভাব, আকাশ-সংস্কৃতির সর্বগ্রাসী বিস্তার এ ধরনের অপরাধের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। রয়েছে প্রযুক্তির অপব্যবহারও।

এই বিষয়ে আসকের আইন কর্মকর্তা এডভোকেট মাকসুদা আক্তার লাইলী জানান, ধর্ষণের ক্ষেত্রে বিচার হয় না। আর বিচার না হলে এমন ঘটনা বাড়বেই। আইনে আছে ১৮০ দিনের মধ্যে বিচার হতে হবে। কিন্তু বাস্তবে বিচার হতে ৮ থেকে ১০ বছর লেগে যায়। খবর-যুগান্তর

  • এসএইচ

 

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top