ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে আন্দোলনে সৌদি প্রবাসীরা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৩; আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৫
-2020-09-29-11-52-46.jpg)
সৌদি টিকেট-টোকেন নিয়ে প্রবাসীদের অব্যাহত বিক্ষোভ থামছে না। স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৌদি প্রবাসীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সোনারগাঁ হোটেলে সৌদি এয়ারলাইনসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হোটেলের সামনে রাস্তাটি প্রদক্ষিণ করে রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন প্রবাসীরা।
এ সময় বিক্ষুব্ধ সৌদি প্রবাসীরা বিভিন্ন শ্লোগানে তাদের দাবি তুলে ধরেন। তারা স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। এ সময় সোনারগাঁ হোটেলের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর-যুগান্তর
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: