কুয়েত আমিরের প্রয়াণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২০ ১৬:৩৩; আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৬:৩৬
-2020-10-01-10-32-53.jpg)
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাষ্ট্রপ্রধান আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হচ্ছ।
কুয়েতের প্রয়াত আমির বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু জানিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়।
প্রয়াত এই রাষ্ট্রপ্রধানের শোক পালনে সারাদেশে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন ও বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
পাশাপাশি, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ সমূহে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, (২৯ সেপ্টেম্বর) প্রাণ হারান ৯১ বছর বয়সী কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ।
অন্যদিকে, তাঁর মৃত্যুতে নতুন আমির হিসেবে যোগ দিয়েছেন উত্তরসূরী যুবরাজ শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। খবর-প্রথম আলো
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: