একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ০০:৩২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৪৩

১. সরকার চাইলেই ইভিএম
সরকার ইভিএম কেনার অর্থ বরাদ্দ করলেই কেবল আসন্ন নির্বাচনে ইভিএম কেনা সম্ভব বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। খবর বণিক বার্তার।
২. বিগো হাতিয়ে নিল ১০৮ কোটি টাকা
প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চীনভিত্তিক ভিডিও শেয়ারিং অ্যাপ বিগো টেকনোলজি লিমিটেড। খবর টিবিএসের।
৩. এক কেন্দ্রিক মনোযোগ আনছে বিপর্যয়
নানা সমস্যায় জর্জরিত দেশের বিদ্যুৎ বিভাগ। শুধুমাত্র এক কেন্দ্রিক সমস্যা চিহ্নিতকরণে নানা সমস্যা থেকে যাচ্ছে অন্তরালে। খবর বণিক বার্তার।
৪. স্বল্প বেতনে জীবনযুদ্ধ শিক্ষকদের
এই যেন নিত্যদিনের সংগ্রাম। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অন্যদিকে স্বল্প বেতন৷ এভাবেই বেঁচে থাকার লড়াইয়ে নেমেছেন সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। খবর টিবিএসের।
৫. সমুদ্রপথে পরিবহন খরচ কমল ৫০ শতাংশ
বৈশ্বিক বাণিজ্যে এখন চলছে মন্থরতা। বিশেষ করে গন্তব্য দেশগুলোতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মজুদ পণ্য বাড়ার কারণে চাহিদা কমে যাওয়ায় বৈশ্বিক বাণিজ্যে এসেছে মন্থরতা। ফলশ্রুতিতে, দেশের সমুদ্রপথে পরিবহন খরচ বাড়লেও বর্তমান পরিস্থিতিতে তা ৫০ শতাংশ পর্যন্ত কমে এসেছে। খবর টিবিএসের।
আপনার মূল্যবান মতামত দিন: