একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ২২:৫৯; আপডেট: ১ মে ২০২৫ ০২:০৮

১. চিকিৎসার ফি নির্ধারণ করে দেবে সরকার
স্বাস্থ্যসেবা গ্রহণে রোগীর হয়রানি বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসার মান অনুযায়ী ফি নির্ধারণ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর বণিক বার্তার।
২. জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক
দেশের জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর বণিক বার্তার।
৩. খোলাবাজারে আবারো উর্ধ্বমুখী ডলারের দাম
খোলা বাজারে আবারো বাড়তে শুরু করেছে ডলারের দাম। দেশের খোলাবাজারে (কার্ব মার্কেট) গতকাল মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রতি ডলারের জন্য ১১৭ টাকা পর্যন্ত দাবি করেছে। আবার সে দামেই নিতে চাইলেও অনেক ক্রেতা ডলার পাননি বলে জানা গিয়েছে। খবর বণিক বার্তার।
৪. ইভিএমের পক্ষে রওশন এরশাদের সাফাই
দেশের বিতর্কিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর পক্ষে সাফাই গাইলেস রওশন এরশাদ। জাতীয় পার্টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের বিরোধিতা করলেও সমর্থন রয়েছে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের। খবর মানবজমিনের।
৫. বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা
শব্দ দূষণ আর বায়ু দূষণে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে রাজধানী ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর মানের তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই শহরটি। খবর ইউএনবির।
আপনার মূল্যবান মতামত দিন: