একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ০১:০৬; আপডেট: ২ মে ২০২৫ ২০:৩২

ফাইল ছবি


১. বিএনপির সমাবেশ: খুলনায় সব পরিবহন বন্ধ

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন। ফলে ভোগান্তিতে পড়েছে নিয়মিত যাত্রীরা। খবর টিবিএসের।

লিঙ্ক

২. গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আরো উন্নতির প্রয়োজন

চিরচেনা পথ বদলে গেছে। আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ মেঠোপথ কংক্রিটের রাস্তা। সড়কটি দিয়ে ৩০ বছর আগে সাইকেলে চলাচল করতেন গ্রামীণ পশু চিকিৎসক নজরুল ইসলাম। সুদূরের গ্রামগুলির মধ্যে দিয়ে এঁকেবেঁকে চলে গেছে এই পথ। দুধারে খড়ের ছাউনি ঢাকা মাটির বাড়িঘর। সড়কটিতে তখন শুধু ভ্যান ও সাইকেল চলতো। রিকশা বা মোটরসাইকেলও দেখা যেত কালেভদ্রে। সে দিনগুলো ছিল যেন গ্রামবাংলার আদি-অকৃত্রিম প্রতিচ্ছবি।

লিঙ্ক

৩. রিজার্ভ নেমেছে ৩৬ বিলিয়নের নীচে

নিম্নমুখী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়নের নিচে নেমেছে। রিজার্ভ থেকে ক্রমাগত ডলার বিক্রি ও রেমিট্যান্স কমার কারণে এমন পরিস্থিতি। খবর টিবিএসের।

লিঙ্ক

৪. সওজের জরিপ আর বাস্তব চিত্রে বিস্তর ফারাক

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জরিপের সাথে মিলছে না বাস্তব চিত্র। মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। খবর বণিক বার্তার।

লিঙ্ক

৫. গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা

দেশের জ্বালানি সংকট মোকাবেলায় গ্যাস উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে কূপ খননের প্রস্ততি নেয়া হচ্ছে। খবর বণিক বার্তার।

লিঙ্ক

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top