একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ১৯:৪৬; আপডেট: ৬ মে ২০২৫ ১২:১৫

১. আমলাদের ব্যাংক পরিচালনার ভূমিকা সম্পর্কে জানতে চায় আইএমএফ
বাংলাদেশের শীর্ষ ব্যাংক প্রশাসনে রয়েছে আমলারা। ব্যাংক পরিচালনায় সচিব এবং সিনিয়র সচিব পদমর্যাদার এসব আমলারা কতটুকু ভূমিকা রাখছেন এবং কীভাবে রাখছেন, ব্যাংক পরিচালনায় কোথা থেকে, কেমন চাপ আসে সে সম্পর্কেও জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর যুগান্তরের।
২. পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন
বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম সমস্যা টাকা পাচার। সাম্প্রতিক সময়ে এই সমস্যা আরো প্রকট হয়েছে। পাচারকৃত এই টাকা ফেরত হওয়াও বেশ কঠিন। খবর যুগান্তরের।
৩. কৃষ্ণসাগর চুক্তি স্থগিতের গম আমদানি ব্যাহত হবে বাংলাদেশে
জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি থেকে সরে গেছে রাশিয়া। এতে ইতোমধ্যেই নাজুক অবস্থানে থাকা বাংলাদেশের গম ও গম থেকে তৈরি খাদ্যপণ্যের বাজারে বড় ধরনের সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে সরকার আগের মতোই আশাবাদী অবস্থানে রয়েছে।
৪. বেআইনিভাবে ধর্মঘট ডাকলে কারাদণ্ড
দেশের পরিবহন ব্যবস্থার অস্থিতিশীলতা ঠেকাতে আইন পাস করতে যাচ্ছে সরকার। পরিবহন ও জ্বালানিসহ অত্যাবশ্যকীয় সেবা খাতে অবৈধভাবে ধর্মঘট ডাকলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভা আজ 'অত্যাবশ্যকীয় পরিষেবা আইন, ২০২২'-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
৫. অবসরে পাঠানো হল আরো দুই পুলিশ কর্মকর্তাকে
প্রশাসনে শুদ্ধিকরণ অভিযানে অবসরে পাঠানো হল দুইজন পুলিশের কর্মকর্তাকে। অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খবর বণিক বার্তার।
৬. পৌনে ৯ লাখ নতুন শ্রমিকের রেমিট্যান্স গেল কোথায়
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দেশের রেকর্ড সংখ্যক লোক বিদেশ গমন করেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন ৮ লাখ ৭৪ হাজার শ্রমিক। বণিক বার্তার।
আপনার মূল্যবান মতামত দিন: