মহানগরীতে জামায়াতের গণসংযোগ ও নির্বাচনী সভা

পবা প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ২৩:৫৮; আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ০১:২৫

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার উদ্যোগে কোর্ট বাজার এলাকায় গণসংযোগ ও সন্ধ্যায় কোর্ট স্টেশন মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে গণসংযোগ ও নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা: মো: জাহাঙ্গীর।

রাজপাড়া থানা আমির অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম মনি'র সভাপতিত্বে গণ সংযোগ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়েত ইসলামী রাজশাহী মহানগরী সমাজ কল্যাণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক কামরুজ্জামান সোহেল, কার্শিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আক্তার।

রাজপাড়া থানা সহকারি সেক্রেটারি বাবর আলী লিটনে'র সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজপাড়া থানার সাংগঠনিক সেক্রেটারি- শরিফ আল মাহমুদ, রাজপাড়া থানা মজলিশে শুরা সদস্য ও ৩নং ওয়ার্ড আমীর মোঃ মনিরুজ্জামান সেন্টু, কার্শিয়াডাঙ্গা থানা মজলিশে শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ গুলজার হোসেন প্রমুখ।

গণসংযোগ ও নির্বাচনী সভায় অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। উপস্থিত জনসাধারণের মাঝে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top