ওয়ার্ড সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুন ২০২১ ০২:৪৩; আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:১৩

প্রতীকি ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া উত্তর থানার ১৬ নম্বর ওয়ার্ড সদস্য আক্তার বানু (৬১) এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।
আজ শুক্রবার এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। একই সাথে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আমৃত্যু সমাজসেবা করে গেছন। পাশাপাশি তিনি আদর্শ, চরিত্রবান, সৎ খোদাভীরু মানুষ তৈরির জন্য অক্লান্ত চেষ্টা করেছেন। নেতৃবৃন্দ, মরহুমার নেক আমল সমূহ কবুলিয়াতে জন্য আল্লাহর নিকট দোয়া করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আক্তার বানু গত বৃহস্পতিবার (৩ মে) সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল করেন। তিনি এককন্যা, দুই পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: