অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ কমেছে সাত দশমিক নয়
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ১৯:১৭; আপডেট: ২ নভেম্বর ২০২২ ১৯:১৯
-2022-11-02-09-17-03.jpg)
ফাইল ছবি
অক্টোবরে কমেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই মাসে প্রায় ৭.৯% কমে ১.৫২ বিলিয়ন ডলার হয়েছে, আগের অর্থবছরের একই মাসে যা ছিল ১.৬৪ বিলিয়ন ডলার। খবর টিবিএসের।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই এবং আগস্টে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছিল গড়ে ২ বিলিয়ন করে।
এরপরে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্স ও রপ্তানিতে আলাদা দর নির্ধারণ করার পর সেপ্টেম্বরে রেমিট্যান্সে ধাক্কা আসে।
সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১.৫৩ বিলিয়ন ডলার।
আপনার মূল্যবান মতামত দিন: