সৌদি এয়ারলাইনস: বন্ধের দিনেও মিলছে টিকেট

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০ ১৯:২৭; আপডেট: ৯ অক্টোবর ২০২০ ১৯:২৯

শুক্রবারেও সৌদি এয়ারলাইনসে ছিল টিকেট প্রত্যাশীদের লাইন।

সৌদি প্রবাসীদের চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও (৯ অক্টোবর) টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।

সৌদি টিকেট নিয়ে প্রবাসীদের রোষানলে পড়ার পর গত ১৫ দিন ধরেই ছুটির দিনসহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা।

বিশেষ করে, গত ৪ অক্টোবর পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করার পর থেকেই প্রবাসীদের চাপ সামলাতে বেশ কয়েকদিন হিমশিমও খেতে হয় তাদের।

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রবাসীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে প্রতিষ্ঠানটি। সকাল থেকে টিকিট প্রত্যাশীরা এসে পৌঁছান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শুক্রবার টিকিট নিতে এসেছেন।

এয়ারলাইনসের ঘোষণা অনুযায়ী ভিসার মেয়াদ বিবেচনায় ৪ অক্টোবর থেকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।

টিকেট নিতে আসা মাদারীপুর থেকে আগত এক সৌদি প্রবাসী শায়খুল হক বলেন, ‘আমাকে এসএমএস দিয়ে শুক্রবার আসতে বলা হয়েছে। তাই এসেছি। এখনও টিকিট পাইনি। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি’।

প্রসঙ্গত, টোকেন-টিকেটের দাবিতে গত ৪ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্রে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশী মানুষের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।
খবর-বাংলানিউজ

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top