আজকের এক্সক্লুসিভ বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:১১; আপডেট: ১০ মে ২০২৫ ২১:৪৮

রাজটাইমস ডেস্ক

১. বেবিচকের চার প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চার মেগা প্রকল্পে পুকুর চুরির অভিযোগ উঠেছে। বেবিচকের একটি সিন্ডিকেটের কারসাজিতে ১০০ কোটি টাকা দুর্নীতি ও লোপাট করা হয়েছে। খবর যুগান্তর।

লিঙ্ক

২. কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ ৫০,০০০ কোটি টাকা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, আমদানি ব্যয় বেড়ে যাওয়াসহ নানা কারণে আর্থিক অসঙ্গতিতে সরকার। পরিস্থিতি সামাল দিতে সরকার কেন্দ্রীয় ব্যাংকের ঋণের দিকে ঝুঁকছে। খবর যুগান্তরের।

লিঙ্ক

৩. প্রধানমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক

বিভিন্ন দাবি তুলে ধরতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। শনিবার বিকালে গণভবনে ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং হেফাজতের ১১ নেতা ছিলেন। বিকাল চারটা থেকে এক ঘণ্টা ১০ মিনিট চলে বৈঠক। খবর যুগান্তরের।

লিঙ্ক

৪. গৃহিণীদের ব্যাংক হিসাবে ৮২ হাজার কোটি টাকার মেয়াদি আমানত

দেশের ব্যাংক আমানতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে। নানা বৈষম্যের মাঝেও গচ্ছিত মেয়াদি আমানতে পুরুষের সমানতালে অবস্থান দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, গৃহিণীদের ব্যাংক হিসাবে মেয়াদি আমানত রয়েছে ৮১ হাজার ৭৩৬ কোটি টাকা, যা ব্যক্তিশ্রেণীর মোট মেয়াদি আমানতের প্রায় ২৩ শতাংশ। খবর বণিক বার্তার।

লিঙ্ক

৫. আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে রাজধানীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের ঢাকা মহানগরি উত্তর ও দক্ষিণ শাখা।

লিঙ্ক



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top