সাগরে নৌকায় ভাসছে রোহিঙ্গারা, অনেকের মৃত্যুর শঙ্কা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০৯:৩৫; আপডেট: ১১ মে ২০২৫ ০২:১৭

ছবি: সংগৃহীত

ভারতের আন্দামান সাগরে ভাসমান একটি নৌকায় অন্তত ১০০ রোহিঙ্গা আটকা পড়েছে। ক্ষুধা-তৃষ্ণা ও পানিতে ডুবে ১৬ থেকে ২০ জনের মৃত্যু হয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা দুটি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।

একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার রাতে পাঁচটি ভারতীয় জাহাজ আন্দামান সাগরে ভাসমান ওই রোহিঙ্গাবোঝাই নৌকার কাছে পৌঁছেছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে জানানোর মতো কিছু তার কাছে নেই। ভারতীয় কোস্ট গার্ডের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার কাছ থেকেও সাড়া পাওয়া যায়নি।

তবে মিয়ানমারের রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেয়া বলেছেন, আমাদের অনুমান হচ্ছে ২০ জনের মতো মারা গেছে, কেউ মারা গেছে ক্ষুধা, তুষ্ণায়, মরিয়া হয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ার পর অন্যদের মৃত্যু হয়েছে। এটা সত্যিই ভয়াবহ ও বেদনাদায়ক।

নৌকায় থাকা রোহিঙ্গাদের ওই দলটি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসছে বলে জানিয়েছে এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ।

কয়েকদিন আগে শ্রীলংকার নৌবাহিনী অন্য আরেকটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছিল।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top