ভোলায় উদ্ধার হয়নি জাহাজ

১১ লাখ লিটার জ্বালানির, বেশির ভাগ তেলই ভেসে গেছে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২ ২০:১২; আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ২০:১৩

ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া জাহাজ সাগর নন্দিনী-২ সোমবারও উদ্ধার করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, জাহাজের ট্যাংকারে থাকা বেশির ভাগ তেলই নদীতে ভেসে গেছে। এতে সেখানকার জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে রেড অ্যালার্ট হিসাবে লাল বাতি ও বয়া স্থাপন করা হয়েছে। খবর যুগান্তরের। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, ওই ট্যাংকারের ৬টি ডিপোর ৪টিই পানিতে তলিয়ে গেছে। তাদের ধারণা, ওই ৪টি থেকে প্রায় ৬ লাখ লিটার তেল ভেসে গেছে। ৩ লাখ ৩৪ হাজার লিটার অকটেন ডিপোটি রোববার অক্ষত থাকলেও সোমবার ওই ডিপোও লিক হতে থাকে। অকটেন ভেসে গেলে তা মুহূর্তে বাতাসে মেশে যায়। ফলে এটি সংগ্রহ করা সম্ভব হবে না। তিনি আরও জানান, ভেসে যাওয়া তেলের (ডিজেল, পানিসহ) প্রায় এক লাখ লিটার উদ্ধার করা সম্ভব হয়েছে।

তেলবাহী ট্যাংকার জাহাজটির চালক মাসুদুর রহমানও জানান, ট্যাংকারের বেশির ভাগ তেল ভেসে গেছে।

এদিকে নদীতে ব্যাপক হারে তেল ছড়িয়ে পড়ায় জীববৈচিত্র্যে বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, সোমবার হঠাৎ করে বিপুল পরিমাণ পোয়া মাছ জেলেদের জালে ধরা পড়ে। ওই মাছ সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি জানান, জ্বালানি তেল পানিতে মেশার ফলে মাছের ডিম, রেণু ক্ষতিগ্রস্ত হবে। মাছের খাবারও বিনষ্ট হতে পারে। তকে কী পরিমাণ ক্ষতি হতে পারে, তা গবেষণা করে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার ইলিশ বিচরণক্ষেত্র হিসাবে পরিচিত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের মাছের প্রজাতির ক্ষতির আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী জানান, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে কোস্টগার্ড ভেসে যাওয়া তেল সংগ্রহ করায় ক্ষতির পরিমাণ কিছুটা কমে এসেছে।

এদিকে দুর্ঘটনার বিষয়ে প্রশাসন থেকে কোনো তদন্ত কমিটি সোমবার পর্যন্ত হয়নি। তবে পদ্মা ওয়েল কোম্পনি থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্যাংকার জাহাজ কোম্পানির পক্ষ থেকে সাদিয়া অনিকী ও সাগর বউ-৩ নামের দুটি উদ্ধারকারী ট্রাকবোর্ড জাহাজ আনা হয়েছে। এছাড়া তাদের আরও দুটি জাহাজ আনা হবে। ওই দুটি জাহাজ পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।

রোববার ভোরে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ ১১ লাখ ৩২ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে ডুবে যায়। এর মধ্যে ছিল ২ লাখ ৩৪ হাজার লিটার অকটেন এবং ৮ লাখ ৯৮ হাজার লিটার ডিজেল।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top