সামরিক শক্তিতে ১৪৫ দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ ০৮:৩৮; আপডেট: ১৫ জানুয়ারী ২০২৩ ০৮:৩৯
-2023-01-14-21-37-56.jpg)
সামরিক শক্তিতে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম স্থানে রয়েছে। ২০২৩ সালে বার্ষিক গ্লোবাল ফায়ারপাওয়ার-এর প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
ওই প্রতিবেদন অনুসারে বাংলাদেশ দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে। যে সকল দেশ দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ ১২ তম।
গ্লোবাল ফায়ারপাওয়ার-এর প্রতিবেদনে করা হয় বর্তমান বিশ্বের (বিভিন্ন দেশের) সামরিক শক্তির বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে। এছাড়া কোন দেশ তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে তার চিত্রও তুলে ধরা হয়। এরপর এসব তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন দেশের তালিকা প্রস্তুত করা হয়।
২০২৩ সালে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে এমন ৫৩টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে।
এবার সামরিক শক্তির সূচকে বাংলাদেশের স্কোর হচ্ছে ০.৫৮৭১। ২০২৩ সালের ৫ জানুয়ারি তারিখ পর্যন্ত বিভিন্ন সামরিক তথ্য পর্যালোচনা করে এমন স্কোর দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: