গুরুতর অসুস্থ রিজভী: হাসপাতালে ভর্তি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০ ২১:১৭; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২১:৩৫
-2020-10-13-15-17-04.jpg)
হার্ট অ্যাটাক করে রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিএনপির নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রিজভী হার্ট অ্যাটাক করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহসভাপতি রাশিদুল হক।
অসুস্থ রিজভীকে প্রথমে কার্যালয়ের পাশে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসক ডা. আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। খবর-যুগান্তর
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: