দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি ২২
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০ ২২:৩৪; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১০:৩৩

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫৭৭ জন কোভিড রোগী মারা গেলেন।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ঘটিয়েছে আরও ১ হাজার ৫৩৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন।
গত ২৪ ঘন্টায় রোগটি থেকে আরোগ্য হয়েছেন ১ হাজার ৪৮২ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বৈশ্বিক এই মহামারী রোগে দেশে প্রথম রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: