নতুন মামলায় নুরুল হক নূর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০ ২২:২১; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১০:২৯
-2020-10-14-16-21-43.jpg)
নতুন আরেক মামলায় জড়ালেন দেশের কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর।
এর আগে নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করা সেই ছাত্রী এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ‘অশালীন মন্তব্য’ করায় এবার আবারো মামলার মুখোমুখি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর। নূর ও তার সংগঠনের কর্মীদের বিরুদ্ধে এর আগে তিনি ধর্ষণ সংক্রান্ত মামলা দুটি করেছিলেন।
বুধবার (১৪ অক্টোবর) ছাত্রী বাদি হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। তাদের মধ্যে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়। ২১ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন। খবর-বি.প্র
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: