বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশীর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০ ১৬:৩৫; আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩১

ফাইল ছবি

প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ভোরে ৪ টায় চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ওমিদুল ইসলাম (২৭) বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনায় লাশ ফেরত চেয়েছে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ওমিদুলকে সীমান্তের ৮৯ নং পিলারের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। বিএসএফ দাবি করেছিল, সে গরু আনতে ভারতে গিয়েছিল। বিজিবি এ ঘটনার তদন্ত দাবি করে লাশ ফেরত চেয়েছে। লাশ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে আছে।

বিএসএফের দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বিজিবি পরিচালক। তিনি বলেন, গরু আনতে যাওয়ার কথা সঠিক নয়। চুয়াডাঙ্গার কোনো সীমান্তপথে গরু আসছে না। আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার দাবি তুলেছি।

এই ঘটনায় বিজিবি অন্যায়ভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে। খবর-বা. প্র.

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top