জেএসএস এর দুই গ্রুপের সংঘর্ষ
বান্দরবানে গোলাগুলিতে নিহত ৬
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২০ ১৬:০৬; আপডেট: ৮ জুলাই ২০২০ ১৯:১৩

বান্দরবানে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস)-এর দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় জেএসএস সংস্কার এর সভাপতিসহ ৬ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ২ জন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। গুলিবিদ্ধ দু'জন হলেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের হয়। এঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রুপের ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: