নৌ-বাহিনীর কর্মকর্তাকে মারধর: গাড়িচালক মীজানুর রিমান্ডে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০ ২৩:৫৮; আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ০০:০৫

গাড়িচালক মীজানুরকে আদালতে হাজির করা হচ্ছে।  (ছবি: সংগৃহীত)

রাজধানীর পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে কর্তৃক নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গাড়িচালক মীজানুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ আদালতে আসামি মিজানুর রহমানকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। 

এর আগে মিজানুর রহমানকে নৌবাহিনীর কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। মোটরসাইকেলকে ধাক্কা দেয় জাতীয় সংসদের স্টিকার লাগানো একটি গাড়ি।  এরপর গাড়িটি থেকে কয়েকজন ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।

এই ঘটনায় হাজী সেলিমের ছেলেসহ চারজনকে আসামী করে সোমবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলা করা হয়। খবর-যুগান্তর

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top