ইরফানের আরেক সহযোগী গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০ ১৮:০৭; আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ২০:৫৮
-2020-10-27-12-07-18.jpg) 
                                নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় এমপি পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে করা মামলায় আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৩টায় টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম এবি সিদ্দিক দিপু বলে জানা গেছে।
গ্রেফতারকৃত দিপু হাজী সেলিমের ব্যবসায়ী প্রতিষ্ঠান মদিনা গ্রুপের প্রটোকল অফিসার।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক।
এর আগে সোমবার রাজধানীর ধানমণ্ডি থানায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফের করা মামলায় গ্রেফতার হন—ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ ও গাড়িচালক মিজানুর রহমান।
- এসএইচ

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: