৬ দফা দাবিতে আন্দোলনে মালয়েশিয়া প্রবাসীরা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০ ২০:১৫; আপডেট: ২ নভেম্বর ২০২০ ২০:১৭

ভিসার মেয়াদ বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া প্রবাসীদের অবস্থান।

দেশে সৌদি প্রবাসীদের পর এবার ভিসার মেয়াদ বাড়ানো ও মালয়েশিয়ায় ফেরাসহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে মালয়েশিয়া প্রবাসীরা।

সোমবার (০২ অক্টোবর) দাবি পূরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে তারা।

এর আগে, সকাল ১০টার জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যান। 

এদিকে, মন্ত্রণালয়ের সামনে তাদের অবস্থানের কারণে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

কর্মস্থলে ফেরার আকুতি জানিয়ে আন্দোলনরত প্রবাসীরা জানায়, করোনাভাইরাসের সংক্রমণের কারণে তারা মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। হাতে টাকাপয়সাও নেই। তারা এখনও কর্মস্থলে ফিরতে চান।

এ সময় প্রবাসীরা তাদের দাবি তুলে ধরে জানান, ডিসেম্বর মাস আসতে আসতে শতকরা ৯০ ভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।

আন্দোলনে তাদের দাবিসমূহ হল ১. মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়া; ২. চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা; ৩. কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান; ৪. প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে; ৫. ছুটিতে আটকেপড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেয়া; ৬. বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি সহায়তা দিতে হবে।

তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় নি। প্রবাসীরা শান্তিপূর্ণ সমাবেশ করছেন বলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারি জানিয়েছেন। 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top