ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার বাংলাদেশ : প্রণয় ভার্মা

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৭:৪৭; আপডেট: ১৮ মে ২০২৪ ১৮:৫৬

ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার বাংলাদেশ। গত সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের যোগ দেয়ার মাধ্যমে এটি প্রতিফলিত হয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসন্ন দিনগুলোতে আরো ঘনিষ্ঠ হবে।

গতকাল ভারতীয় হাইকমিশনে কনসুলার কপর্স অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়ান এইজের চেয়ারম্যান শোয়েব চৌধুরীর সাথে সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা এ মন্তব্য করেন। শোয়েব চৌধুরী একই সাথে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। শোয়েব চৌধুরী বলেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ১৯৭১-এর চেতনায় উজ্জীবিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা ও সমর্থন দিয়ে অবদান রাখার জন্য তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে রফতানি উচ্চমাত্রায় বাড়ছে। এটি দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনতে সহায়তা করছে




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top