রায়হান হত্যা: সেই এসআই আকবর গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০ ২০:২৩; আপডেট: ৯ নভেম্বর ২০২০ ২১:১৫
-2020-11-09-15-14-43.jpg)
সিলেটের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামী এসআই আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৯ অক্টোবর) দুপুরে জেলার কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।
এসআই আকবরকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল আলম।
প্রসঙ্গত, পুলিশি নির্যাতনের শিকার হয়ে গত ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন রায়হান মারা যান।
পরবর্তীতে, নিহত রায়হানের স্ত্রীর করা মামলায় এসএমপির একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়।
পলাতক রাযহানকে আত্মগোপনের ২৬ দিন পর গ্রেফতার করা হয়।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: