শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সিদ্ধান্ত দু’একদিনের মধ্যেই

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০ ২১:৪২; আপডেট: ৯ নভেম্বর ২০২০ ২১:৪২

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলা না খোলার ব্যাপারে দু এক দিনের মধ্যেই জানা যাবে।

দু'একদিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (০৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিসভা বৈঠক শেষে এা প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, দেশে মহামারী সংক্রমন প্রতিরোধে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে।

এই ছুটি ফের বাড়বে কি না তা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশু জানাবে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top