এসআই আকবরকে পিবিআইয়ে হস্তান্তর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০ ০৩:২৪; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৩৪

গ্রেফতারকৃত এসআই আকবর।

সিলেটের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (বরখাস্তকৃত) এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে পিবিআই-এর কাছে হস্তান্তর করে জেলা পুলিশ।

আকবরকে পিবিআইয়ের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

এর আগে পলাতক এসআই আকবরকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সকালে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকবরকে সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সাড়ে ৬টার দিকে আকবরের গ্রেফতার নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

জেলা পুলিশের আয়োজিত প্রেস ব্রিফিং-এ এসপি ফরিদ উদ্দিন বলেন, আমরা গতকাল (রবিবার) ইনফরমেশন পেয়েছিলাম কানাইঘাট সীমান্ত দিয়ে সে পালিয়ে যেতে পারে। এজন্য আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। বিশেষ করে এই টিমে নেতৃত্ব দেন কানাইঘাট ও জকিগঞ্জ থানার ওসিসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top