র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০ ১২:৫৮; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৫২

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম

বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আলোচিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে অন্যান্য বদলির আদেশের মতো এ প্রজ্ঞাপন গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন।

সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য হাজি সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। এ সময় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে দুই অপরাধের দায়ে দেড় বছরের সাজা দেন তিনি।

সূত্র: প্রথম আলো



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top