লাইসেন্স ছাড়াই চলছিল ‘মাইন্ড এইড’ হাসপাতাল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০ ২১:৫১; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:২৪
-2020-11-10-15-50-27.jpg) 
                                লাইসেন্স ছাড়াই চলছিল রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতাল। এমনটাই জানিয়েছে পুলিশ।
এএসপি আনিসুলের প্রাণ কেড়ে নেয়া মানসিক রোগ নিরাময় কেন্দ্রটি এতদিন মানসিক চিকিৎসক ছাড়াই চলছিল। কোঅর্ডিনেটর, কোম্যানেজার ও ওয়ার্ডবয়দের দিয়ে হাসপাতাল চালাচ্ছিল পরিচালক পর্ষদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির তেজগাঁও জোনের সংবাদ সম্মেলনে এই তথ্যই জানানো হয়।
সংবাদ সম্মেলন ডিসি হারুন অর রশীদ জানান, হাসপাতালটির কোনো কাগজপত্র নেই, ডাক্তার নেই। এ ধরনের হাসপাতাল চালানোর জন্য যেসব লাইসেন্স থাকা দরকার, তা নেই। মাদকদ্রব্য অধিদফতরের কোনো লাইসেন্সও তাদের নেই।
হাসপাতালটির ম্যানেজমেন্টের ভয়ংকর অবস্থা তুলে ধরে ডিসি হারুন বলেন, হাসপাতালটির পরিচালক পর্ষদ কোঅর্ডিনেটর, কোম্যানেজার ও ওয়ার্ডবয়দের দিয়ে হাসপাতাল চালাচ্ছিল; যারা মেডিকেলে লেখাপড়া করেনি। আমরা সবাইকে গ্রেফতার করেছি। এখন তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
হাসপাতালটি দ্রুত বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি
তদন্তের পর হাসপাতালটির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
- এসএইচ

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: