৭ দিনের রিমান্ডে এএসপি আনিসুল হত্যা মামলার আসামীরা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০ ২৩:২৫; আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০৩:৫৯

গ্রেফতারকৃত এএসপি আনিসুল হত্যার আসামীরা।

ঢাকার মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় গ্রেফতারকৃত দশ আসামীকে রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামীদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের উপপরিদর্শক( এসআই) মনিরুজ্জামান।

যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন মাইন্ড এইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কথিত ফার্মাসিস্ট তানভীর হাসান, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম ও শেফ মো. মাসুদ।

এর আগে গতকাল সোমবার (০৯ নভেম্বর) আনিসুল করিমকে হত্যার অভিযোগে আদাবর থানায় একটি মামলা করেন তার বাবা।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নির্মম খুনের শিকার হন পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top