এমপি পাপুলসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০ ২০:৪৪; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩০
-2020-11-11-14-42-57.jpg) 
                                অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রায় দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে বুধবার (১১ নভেম্বর) দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন৷
যাদেরকে মামলায় অভিযুক্ত করা হয় তারা হলেন-পাপুল, তার স্ত্রী, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন আক্তার৷
এর আগে একই অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া এই সাংসদ বর্তমানে কুয়েতের কারাগারে আছেন।
প্রসঙ্গত, এমপি পাপুলের অবৈধ সম্পদের অর্জনের বিষয়টি গণমাধ্যমে আসার পর গত ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
- এসএইচ

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: